অত্র প্রতিষ্ঠানে বর্তমানে বাংলা মাধ্যমে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত পাঠ্য বিষয়সমূহ অধ্যয়নের সুযোগ রয়েছে।
মাধ্যমিক পর্যায়
- ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি : সকল আবশ্যিক বিষয়সহ ঐচ্ছিক বিষয় হিসাবে কৃষিশিক্ষা অধ্যয়নের সুযোগ রয়েছে ।
- ৯ম ও ১০ম শ্রেণি : বিজ্ঞান বিভাগের জন্য সকল আবশ্যিক বিষয়সহ ঐচ্ছিক বিষয় হিসাবে উচ্চতর গণিত/জীববিজ্ঞান/কৃষিশিক্ষা এবং ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য সকল বিষয়সহ ঐচ্ছিক বিষয় হিসাবে কৃষিশিক্ষা/চারু ও কারুকলা অধ্যয়নের সুযোগ রয়েছে।
উচ্চ মাধ্যমিক পর্যায়
- বিজ্ঞান বিভাগের জন্য সকল আবশ্যিক বিষয়সহ গণিত/ জীববিজ্ঞান/ কৃষিশিক্ষা/ পরিসংখ্যান অধ্যয়নের সুযোগ রয়েছে ।
- ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য সকল আবশ্যিক বিষয়সহ কৃষিশিক্ষা/পরিসংখ্যান অধ্যয়নের সুযাোগ রয়েছে ।
- মানবিক বিভাগের জন্য সকল আবশ্যিক বিষয়সহ ভূগোল/ইসলাম শিক্ষা/মনোবিজ্ঞান/কৃষিশিক্ষা অধ্যয়নের সুযোগ রয়েছে ।
(বিঃ দ্রঃ দিবা শাখায় মানবিক বিভাগ এবং পরিসংখ্যান বিষয়টি নেই)
বিশেষ সুবিধাদি
- নির্বিঘ্নে ক্লাস কার্যক্রম চালানো ও Multimedia Presentation-এর মাধ্যমে ক্লাস নেওয়ার সুবিধার্থে নিজস্ব জেনারেটরের মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ ।
- কলেজের ব্যবস্থাপনায় ছাত্রদের জন্য অপেক্ষাকৃত কম মূল্যে মানসম্পন্ন টিফিন ও সুপেয় নিরাপদ পানি সরবরাহের সুব্যবস্থা।
- কলেজের নিজস্ব Website ও E-mail Address থাকায় কলেজ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি জানা ও তথ্য প্রেরণে সুবিধা।
====================================================================================================